২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

“মায়াবতী” ……টি. আই. অশ্রু……

admin
প্রকাশিত সেপ্টেম্বর ১৯, ২০২০
“মায়াবতী”  ……টি. আই. অশ্রু……

Sharing is caring!

মায়াবতী
……টি. আই. অশ্রু……

আমাকে স্পর্শ করো,নিবিড় ভাবে স্পর্শ করো হে মায়াবতী ।
অলৌকিক কিছু নয়,নিতান্তই মানবীক যাদুর কাঠী।
তুমি তোমার স্পর্শে আমাকে করেছো মুগ্ধ ,
আমাকে উদ্ধার করেছো পাপ থেকে,কলঙ্ক থেকে,নিশ্চিত পতন থেকে।
মায়াবতী ,তুমি আমার ভীতর হও প্রবাহিত স্রোতহীন নদীর মতন,
মিলে মিশে একাকার হয়ে যাই,কাটে নিদারুণ দুঃসময়,লাগে বড় বেশি অসহায় তখন।
তুমুল ফাল্গুন যায়,ডাকেনা কোকিল কোন ডালে,
আচমকা দু একটা কুহু -কুহু আর্তনাদ করে,পৃথিবীকে করে উপহাস।
একদিন কোকিলেরর সু’সময় ছিল,
আজ তারা আমার মতই বেশ দুঃসময়ে আছে।
পাখিদের নীল আকাশ বিশাক্ত হয়েগেছে,
সভ্যতার অশ্লীল বাতাসে,
এখন তুমিই বলো মায়াবতী,তোমার উদ্যান ছাড়া আমি আর কোথায় দাড়াবো?
আমাকে দাড়াতে দাও বিশুদ্ধ পরিপূর্ণতায়।
ব্যাকুল শুভ্রতা দিয়ে আমাকে উদ্ধার করো,
মায়াবতী ,তুমি তোমার শৈল্পিক সত্তায় নাও না আমায় মিশিয়ে।
এতদিন ছিলাম তুমি বিহীন,আর তাই সুখের আরেক নাম ছিল দুঃখের আখি।।