Sharing is caring!
আব্দুল করিম চট্টগ্রাম জেলা প্রতিনিধি ঃ-
চট্টগ্রাম নগরীর চকবাজার থানা দিদার মার্কেট এলাকায় অভিযান পরিচালনা করে অজ্ঞান পার্টির দুই সদস্যকে গ্রেফতার করেছে নগর গোয়েন্দা পুলিশ। এসময় তাদের কাছ থেকে ডিসোপ্যান, মাইলাম ৭.৫ নামীয় ট্যাবলেট ও অজ্ঞান করার মলম উদ্ধার করা হয়।
কুরবানির ঈদকে সামনে রেখে চট্টগ্রাম মহানগরে এদের আনা গোনা বেড়ে গেছে।
(২১জুলাই) ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, কুমিল্লা জেলার মুরাদনগর থানার নবীপুর সৈয়দ আলী মেম্বার বাড়ির মৃত কাজেম আলীর ছেলে মো. হানিফ (৩৫) ও নগরীর বাকলিয়া আব্দুল লতিফহাট হাটখোলা ব্রিজের বাসিন্দা মো. ওসমান গণীর ছেলে মো. জুয়েল (২০)।
রবিবার বিকেলে নগর গোয়েন্দা পুলিশের জনসংযোগ শাখা থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করা হয়। এতে বলা হয় গ্রেফতারকৃত দুজনই অজ্ঞান পার্টি চক্রের সক্রিয় সদস্য।
দুজনের বিরুদ্ধে সিএমপি’র বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে জানিয়ে দুজনের বিরুদ্ধে চকবাজার