২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

কবি মিজানুর মাওলা জিহাদির কবিতা-“রুখতে হবে সমাজ থেকে”

admin
প্রকাশিত সেপ্টেম্বর ১৭, ২০২০
কবি মিজানুর মাওলা জিহাদির কবিতা-“রুখতে হবে সমাজ থেকে”

Sharing is caring!

 

 

কবি মিজানুর মাওলা জিহাদির কবিতা-“রুখতে হবে সমাজ থেকে”

 

সমাজ থেকে রুখতে হবে
অন্যায় আর অবিচার,
মানুষ বেশে লোক সমাজে
করছে যাঁরা দূর্বীচার।

 

রুখতে হবে সমাজ থেকে
জুলুম শোষণ ব্যাভিচার,
লোক সমাজে মানুষ বেশে
করছে যাঁরা নির্বীচার।

 

রুখতে হবে সমাজ থেকে
সুদ ঘুষ চোর ডাকাত,
লোক সমাজে মানুষ হয়ে
করবো মোরা প্রতিবাদ।

 

রুখতে হবে সমাজ থেকে
যৌতুক দাবি ব্যাভিচার,
লোভ লালসায় করছে যাঁরা
নারীর প্রতি বিবাহ নামে অত্যাচার।

 

রুখতে হবে সমাজ থেকে
মদ গাঁজা জুয়া নেশাখোর,
মানবতার দ্বায় যোগাও শক্তি
সভ্যতায় আসুক ফিরে সমাজে সোচ্চার।

 

 

লেখকের ঠিকানাঃ ঢাকাস্থ বরিশাল হিজলা উপজেলা।