Sharing is caring!
মোঃ জাকির হোসেন,মাধবপুর প্রতিনিধি:
হবিগঞ্জের মাধবপুর উপজেলার ধর্মঘর স’মিল এলাকায় অভিযান চালিয়ে গাঁজাসহ মোঃ মোরশেদ মিয়া(২৫) নামে ১ মাদক কারবারিকে আটক করেছে কাশিমনগর ফাঁড়ি পুলিশ।
১৬ই সেপ্টেম্বর (বুধবার) সকাল ৯ দিকে গোপন সংবাদের ভিত্তিতে মাধবপুর থানার কাশিম নগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর মোরশেদ আলমের নেতৃত্বে এ এস আই মোস্তফা সঙ্গীয় ফোর্স নিয়ে ১ কেজি ভারতীয় গাঁজাসহ মাদক কারবারিকে আটক করা হয়।
আটককৃত মাদক কারবারি মাধবপুর উপজেলার ধর্মঘর ইউনিয়নের আয়লাবই গ্রামের মৃত মস্তু মিয়ার ছেলে মোঃ মোরশেদ মিয়া (২৫)।
পরে একই দিন দুপুরে মাধবপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আয়েশা আক্তার এক্সক্লুসিভ ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আটককৃত মাদক কারবারিকে ৬ মাসের কারাদণ্ড প্রদান করে জেল হাজতে পাঠান।