১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৮ই রজব, ১৪৪৬ হিজরি

পোরশায় ৯০ বোতল ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ী আটক

admin
প্রকাশিত সেপ্টেম্বর ১৫, ২০২০
পোরশায় ৯০ বোতল ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ী আটক

Sharing is caring!

 

নাঈম উদ্দিন, নওগাঁ জেলা প্রতিনিধিঃ-

নওগাঁর পোরশায় ৯০ বোতল ফেনসিডিলসহ মকবুল হোসেন ধলু ও মনিরুল ইসলাম মনি নামের দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পোরশা থানা পুলিশ।

 

আটকৃত মকবুল হোসেন ধলু চাঁপাইনবাগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার বিজিপুর গ্রামের মৃত মোস্তফার ছেলে ও মনিরুল ইসলাম মনি একই গ্রামের মৃত ফুল মোহাম্মদের ছেলে।

 

জানা গেছে, গত সোমবার সন্ধায় উপজেলার ছাওড় ইউপির দক্ষিণ লক্ষিপুর গ্রাম থেকে ৯০ বোতল ফেনসিডিল নিয়ে তারা নিয়ামতপুর উপজেলার শিবপুর বাজারে যাচ্ছিল।

 

গোপন সংবাদের ভিত্তিতে পোরশা থানা পুলিশ উপজেলার দক্ষিন লক্ষিপুর এলাকা থেকে ৯০বোতল ফেনসিডিলসহ তাদের দু’জনকে হাতেনাতে আটক করে।

 

পোরশা থানার অফিসার ইনচার্জ শফিউল আজম খান জানান, এ ব্যাপারে পোরশা থানায় একটি মামলা হয়েছে।

 

আটকৃত দু’জনকে জেল হাজতে প্রেরন করা হয়েছে।