Sharing is caring!
এম আব্দুল করিম ::দক্ষিণ সুনামগঞ্জ থানার অফিসার ইনচার্জ কাজী মোক্তাদির হোসেন এর নেতৃত্বে অদ্য ১০/০৯/২০২০খ্রি: তারিখ সকাল অনুমান ১১.০০ ঘটিকার সময়।
এসআই দেবাশীষ সূত্রধর,এএসআই নৃপেশ চন্দ্র দেব, এএসআই সমিরণ চন্দ্র দেব,সহ সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় অভিযান করে অত্র থানাধীন কুতুবপুর সাকিনস্থ গ্রেফতারকৃত আসামীদের বসতবাড়ীর বসতঘর তল্লাশী করে।
২২০ লিটার দেশীয় তৈরী মদসহ আসামী মইনী রবিদাস (৩০), স্বামী-শুভরাজ রবিদাস@কাচ্চা, স্বরসতী রবিদাস (৬০), স্বামী-কাঁচা রবিদাস, কাজলী রবিদাস (৩০), স্বামী-মনিলাল রবিদাস, সর্ব সাং-কুতুবপুর, ইউ/পি-শিমুলবাক, থানা-দক্ষিণ সুনামগঞ্জ, আঃ হান্নান (৬০), পিতা-আব্দুল হোসেন, সাং-নোয়াগাঁও, ইউ/পি-ভীমখালী, থানা-জামালগঞ্জ, সর্ব জেলা-সুনামগঞ্জ দের গ্রেফতার করেন।
ধৃত আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু করত: বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।