Sharing is caring!
ক
কমলগঞ্জ প্রতিনিধি:
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় ছেলেধরা সন্দেহে গণপিটুনিতে অজ্ঞাত ( ৫০ ) এক ব্যাক্তি নিহত হয়েছেন । শনিবার ( ২০ জুলাই ) রাত ১০ টার দিকে দেওড়াছড়া চা বাগান এলাকায় এ ঘটনাটি ঘটে।স্থানীয়রা জানান , এলাকায় সন্দেহজনকভাবে ঘােরাফেরা করতে থাকেন অজ্ঞাত ( ৫০ ) নামের এক ব্যাক্তি । পরিচয় জিজ্ঞেস করার পর ঠিকঠাক উত্তর দিতে না পারায় ছেলেধরা সন্দেহে বাগান শ্রমিকরা তাঁকে পিটুনি দেয় । পরে দেওড়াছড়া চা বাগানের মেডিক্যাল সুপারভাইজার গােপাল দেব তাঁকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘােষনা করেন।কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি ) মাে . আরিফুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন আমি খবর শুনেছি ঘটনাস্থলে পুলিশ পাঠানাে হয়েছে।