২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

চতুর্থ শ্রেনির ছাত্ররীর রাজাকে নিয়ে স্বরচিত গল্প

admin
প্রকাশিত সেপ্টেম্বর ৭, ২০২০
চতুর্থ শ্রেনির ছাত্ররীর রাজাকে নিয়ে স্বরচিত গল্প

Sharing is caring!

 

টি. আই. অশ্রু,পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ

পটুয়াখালীর মির্জাগঞ্জের ঝাটিবুনিয়া ১০৪ নং N.W সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেনীর শিক্ষার্থী মারজিয়া আক্তারের রাজাকে নিয়ে একটা গল্প।

 

শিকারে রাজা মারজিয়া আক্তার একদিন এক রাজা গভীর জঙ্গলে শিকার করতে গেলেন, জঙ্গলের সামনে দেখতে পেলেন একটি কুড়ে ঘর। তখন রাজা খুব পিপাসার্থ ছিল।রাজা মশাই ভাবলো ঐ কুড়ে ঘরের কাছে যাবে এবং পিপাসা নিবারন করবেন।

 

সেখানে গিয়ে দেখে একটি কৃষক পাখি পালন করছে।কৃষক রাজাকে দেখে বললো কেন এসেছেন এখানে।রাজা মশাই বলল, শিকারে এসেছি কিন্তু কোন শিকার পেলাম না। কৃষক তুমি কি কিছু জান এ বেপারে। কৃষক বলল জানি সব জানি জঙ্গলের সব পশুপাখি বাঘের ভয়ে এ জঙ্গল থেকে চলে গেছে। রাজা বললো তাই!! কৃষক বলল হ্যা।

 

এরপর রাজা বলল আমাকে একটু জল দাও আমার খুব পিপাসা পেয়েছে। কৃষক ঘরের ভিতর থেকে জল এনে রাজাকে দিল এবং বলল পাখি শিকার করা ঠিক নয় কারন পাখি আমাদের দেশের সম্পদ এবং প্রাকৃতিক সৌন্দর্য।

 

রাজা জল পান করল এবং নিজের ভুল বুঝতে পারল এবং কৃষক ধন্যবাদ দিল।