১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ই রজব, ১৪৪৬ হিজরি

দুমকী জনতা কলেজ টু মুন্সিরহাট রোডে অবস্থিত আয়রন ব্রীজটির বেহাল অবস্থা ভোগান্তিতে জনগণ

admin
প্রকাশিত সেপ্টেম্বর ৭, ২০২০
দুমকী জনতা কলেজ টু মুন্সিরহাট রোডে অবস্থিত আয়রন ব্রীজটির বেহাল অবস্থা ভোগান্তিতে জনগণ

Sharing is caring!

 

মোঃ সবুজ উদ্দিন,বিশেষ প্রতিনিধিঃ-

পটুয়াখালী জেলাধীন দুমকি উপজেলার ২ নং লেবুখালী ইউনিয়নের পুর্ব কার্তিক পাশা গ্রামে ফেদিয়া বাজার টু দুমকি জনতা কলেজ রোডে ১০ নং কার্তিক পাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উত্তর পাশে অবস্থিত এই আয়রন ব্রীজ।

 

আজ থেকে প্রায় ২৫ বছর পূর্বে নির্মাণ হয় ব্রীজ টি। দীর্ঘদিন যাবত অবহেলিত হয়ে পড়ে আছে এই ব্রীজ টি। ব্রীজটির বেহাল অবস্থার জন্য চরম দূর্ভোগে পরে আছেন দুই পাড়ের মানুষ.এই ব্রিজ দিয়ে যাতায়াত করেন দৈনিক হাজার হাজার মানুষ।

 

১০ নং কার্তিক পাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদেরকে পার হতে হয় এই ব্রিজ। দুমকি সরকারী জনতা কলেজের অনেক শিক্ষাথী কে ও পার হতে হয় এই ব্রীজ । এখানে প্রায়ই ছোট বড় দুর্ঘটনার শিকার হন । চরম দুর্ভোগে পড়ে আছেন শত শত শিক্ষাথী ও হাজার হাজার সাধারন জনগন।

 

এলাকার এক মুরব্বি কাছে ব্রীজ সম্পর্কে জিঙ্গাসা করা হলে তিনি বলেন আমরা দীর্ঘদিন যাবৎ শুনে আসছি এখানে নাকি ঢালাই ব্রীজ হবে,,,, চরম দুর্ভোগে পড়ে আছেন অত্র এলাকার জনগন। অতি জরুলী ভাবে ব্রীজ টির মেরামত করা দরকার।।

 

মেরামত না হলে অনেক বড় ধরনের দুর্ঘটনার শিকার হতে হবে জনগনের। তাই জনগনের দাবি আমরা যেনো ব্রীজ দিয়ে চলাচল করতে পারি সেই রকমের ব্যাবস্থা করা হউক।