২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

কবি মিজানুর মাওলা’র কথা সাহিত্য- “দুনিয়াটাই প্রবাসী জীবন”

admin
প্রকাশিত সেপ্টেম্বর ৬, ২০২০
কবি মিজানুর মাওলা’র কথা সাহিত্য- “দুনিয়াটাই প্রবাসী জীবন”

Sharing is caring!

কবি মিজানুর মাওলা’র কথা সাহিত্য- “দুনিয়াটাই প্রবাসী জীবন”

 

ফেরত টিকিট নিয়ে আমি আইছি দুনিয়াতে,
ধর্মে কর্মে জীবন কাটে প্রবাসীর মায়াতে।
হঠাৎ করে আসবে হুকুম দুনিয়া ছাড়ার,
শেষবিদায়ের খবরশুনে দেখবেসবে লাশ আমার।

 

হাউমাঊ করে কাঁদবে স্বজন দুনিয়ার মায়ায়,
টাকা কড়ি গাড়ি বাড়ি সবকিছুতেই নিরবে বিদায়।
আখেরাতের আসল বাড়ি মাটির হবে ঘর,
সাথী ছামানা কিছুই নাইরে সংকির্ণ আধার।

 

জর্ন্ম আছে মৃত্যু হবে দুদিন আগেপরে সবার,
লেনাদেনায় পূর্ণ করো হুকুম পালো খোদার।
সৃষ্টির সেরা মাখলুকাত তুমি ভালোহোক আচার,
পঞ্চপদে দিয়েছে শক্তি ভালোমন্দের করিবেন বিচার।

 

সুদঘুষ খেয়োনা স্বজন করবেনা ব্যবিচার,
তিলেতিলে নিবেন হিসাব এতো সম্প কার?
কিসের নেশা কিসের আশায় করছো বারাবারি,
খালিহাতে চলেযাবে রেখে তোমার জমিদারি।

 

দুনিয়ার প্রবাসে আসছো তুমি আখেরাতের বাজারে,
রং তামাশায় মিশে তুমি কিযে কামাই করছোরে।
কিসের বলে নিত্য চলো শ্বাস ফুরালেই শেষ,
ধর্মেকর্মে সঠিক চললে সবখানেই তোর বেশ।

 

 

লেখক ঠিকানা- ঢাকাস্থ বরিশাল হিজলা উপজেলা