২৬শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১১ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

বানারিপাডায় নবম শ্রেণির ছাত্রি অপহরন ও ১৭দিন পর উদ্বার।

প্রকাশিত সেপ্টেম্বর ৩, ২০২০
বানারিপাডায় নবম শ্রেণির ছাত্রি অপহরন ও ১৭দিন পর উদ্বার।

Sharing is caring!

বানারিপাডায় নবম শ্রেণির ছাত্রি অপহরন ও ১৭দিন পর উদ্বার।

 

 

মোঃ সিরাজুল হক রাজু

স্টাফ রিপোর্টার।

 

 

 

বরিশালের বানারীপাড়ায় অপহরণের ১৭ দিন পর ৯ম শ্রেণীর স্কুলছাত্রীকে (১৫) উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টায় উপজেলার উদয়কাঠি ইউনিয়নের গোয়ালিয়া গ্রাম থেকে থানার উপ-পরিদর্শক শাহাদাৎ হোসেনের নেতৃত্বে পুলিশ ভিকটিমকে উদ্ধার করে ডাক্তারী পরীক্ষার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালের ওসিসিতে পাঠিয়েছে।

 

মামলা সূত্রে জানা গেছে, উপজেলার উদয়কাঠি ইউনিয়নের গোয়ালিয়া গ্রামের নানা দেলোয়ার হোসেনের বাড়িতে থেকে স্থানীয় মলুহার জসিম উদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ের ৯ম শ্রেণীর ছাত্রী ভিকটিম। একই বাড়ির সিরাজুল ইসলামের ছেলে শরিফুল ইসলাম ওই স্কুলছাত্রীকে বিভিন্ন সময় প্রেমের প্রস্তাব দিয়ে ব্যর্থ হয়ে গত ১৬ আগস্ট ভোর সাড়ে ৫টার দিকে বাড়ির সামনের রাস্তা থেকে জোরপূর্বক মোটরসাইকেলে তুলে অপহরণ করে নিয়ে যান। পরে তাকে ঢাকায় নিয়ে গিয়ে আটকে রেখে ধর্ষণ করেন।

 

এ ঘটনায় ওই ভিকটিমের নানা দেলোয়ার হোসেন বাদী হয়ে অপহারক শরিফুল ইসলাম (১৯), তার বড় ভাই শফিকুল ইসলাম (২৪), বাবা সিরাজুল ইসলাম (৫৫) ও মা হোসনেয়ারা কাজল (৫০)কে আসামি করে বানারীপাড়া থানায় অপহরণের অভিযোগে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। শরিফুল ইসলাম গত ১৭ দিন ভিকটিমকে ঢাকায় আটকে রেখে ধর্ষণ করেন।

 

পরিবারের সবার বিরুদ্ধে মামলা দায়ের হওয়ায় ভিকটিমকে নানা বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়। পরে বাদী বিষয়টি বানারীপাড়া থানা পুলিশকে অবহিত করলে তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসেন। পরে তাকে ডাক্তারী পরীক্ষার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠান।

 

এ প্রসঙ্গে বানারীপাড়া থানার ওসি মো. হেলাল উদ্দিন বলেন, ভিকটিমকে উদ্ধার করে তার কাছ থেকে বিস্তারিত জেনে ডাক্তারী পরীক্ষার জন্য বরিশালে পাঠানো হয়েছে এবং আসামিদের গ্রেপ্তারেরন।   চেষ্টা চলছে। এদিকে স্থানীয়রা জানায়, অপহরণ নয় প্রেমের টানে ঘর ছেড়ে মোহ ভঙ্গ ও মামলা হওয়ায় ভিকটিম ফিরে এসেছে