৪ঠা মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ২১শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে শাওয়াল, ১৪৪৫ হিজরি

কে এই মুক্তিযোদ্ধার নাম দিয়ে টোকেন ব্যবসায়ী তোফায়েল চক্র

অভিযোগ
প্রকাশিত সেপ্টেম্বর ৩, ২০২০
কে এই মুক্তিযোদ্ধার নাম দিয়ে টোকেন ব্যবসায়ী তোফায়েল চক্র

অভিযোগ ডেস্কঃ স্থানীয় সূত্রে জানা যায় সিএনজি অটোরিকশার চালক তোফায়েল আহমদ তাহার গ্রামের বাড়ি হচ্ছে কানাইঘাট উপজেলার গাছবাড়ি (ছমুনার) পাশের খাসের মাটি গ্রামে তার সাথে সহযোগী রয়েছে আরো কয়েকজন সিএনজি অটোরিকশা চালক ।

 

স্থানীয় গাছবাড়ি এলাকার কয়েকজন সিএন জি চালকের কাছ থেকে জানা যায় যে দীর্ঘদিন থেকে তোফায়েল ও তার সহযোগীরা একজন মুক্তিযোদ্ধার নাম বিক্রি করে প্রায় ৩৫ থেকে ৪০ টির মতো অনটেস্ট সিএনজি গাড়ি তে মুক্তিযোদ্ধার নামের স্টিকার ও কাগজের ফটোকপি দিয়ে প্রতিটি গাড়ি থেকে মাসোহারা ১৫০০ থেকে ২০০০ টাকা পর্যন্ত হাতিয়ে নিচ্ছেন তোফায়েল নামের ওই কুচক্রীমহল এবং ওই নাম্বার বিহীন সিএনজি গাড়িগুলো কানাইঘাট থেকে শুরু করে সিলেট শহরের আনাচে-কানাচে ঘুরে বেড়াচ্ছে শহরের ট্রাফিক পুলিশ সহ যেকোন প্রশাসন যখন গাড়িগুলো আটক করতে চান ঠিক তখনই ওই গাড়ির ড্রাইভার ফোন ধরিয়ে দেন ওই তোফায়েল নামের কুচক্রী মহলের যেকোনো একজনের কাছে তখন তারা ট্রাফিক পুলিশকে মুক্তিযোদ্ধার ছেলে বা মুক্তিযোদ্ধার ভাই পরিচয় দিয়ে ও হুমকি-ধামকি দিয়ে ছাড়িয়ে নেয় নাম্বার বিহীন সিএনজি গাড়ি ।

 

স্থানীয় কানাইঘাট উপজেলার গাছবাড়ি এলাকার প্রত্যেক সিএনজি চালক শ্রমিকের দাবি যে এই তোফায়েল সহ কুচক্রী মহল কে সিলেট জেলা স্থানীয় প্রশাসন আইনের আওতায় এনে এই ধরণের মুক্তিযোদ্ধার নামধারী ব্যবসা বন্ধ করার জন্য প্রশাসন মহলের কাছে শাস্তি দাবী জানিয়েছেন ।

 

কিন্তু এই তোফায়েল সে তাহার নিজের নাম লিখতে পারেনা পেশায় একজন সিএনজি চালক সে আবার পরিচয় দেয় সে নাকি সাংবাদিক এবং স্থানীয় লোকজন দের দাবি যে প্রকৃত মুক্তিযোদ্ধার এমন কোনো গাড়ি নেই কানাইঘাট উপজেলায় যে এরকম স্টিকার লাগিয়ে চলাচল করছে আমাদের জানা নেই ।

 

তাহলে কারা এই মুক্তিযোদ্ধার নাম বিক্রি করে স্টিকার দিয়ে ব্যবসা করছে তাদেরকে খুঁজে বের করার জন্য স্থানীয় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন ।

Please Share This Post in Your Social Media
May 2024
T W T F S S M
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031