২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

এমডি মিজানুর মাওলা জিহাদির কথাসাহিত্য কবিতা- মানুষই সবার সেরা

admin
প্রকাশিত সেপ্টেম্বর ৩, ২০২০
এমডি মিজানুর মাওলা জিহাদির কথাসাহিত্য কবিতা- মানুষই সবার সেরা

Sharing is caring!

এমডি মিজানুর মাওলা জিহাদির কথাসাহিত্য কবিতা- মানুষই সবার সেরা

 

 

স্বর্গ থেকে এলো আত্না
বাতাস পানির বেশে,
রক্ত মাংসে রুপের মানুষ
মর্ত্য লোকের দেশে।

 

হরেক রকম খাবার দাবার
মুখে কেমনে আসে,
ধর্মে কর্মে সেরা মানুষ
সময় শ্রমে ভাসে।

 

আবেগ বিবেক সব‌ই আছে
ভাবনায় থাকে মিশে,
আছে তাদের চাওয়া পাওয়া
স্বপ্ন বিলাসে।

 

মুক্ত মনে চাওযে তুমি
দুহাত তুলে আকাশে,
স্বর্গে তোমার যেতে হবে
আসছো তুমি প্রবাসে।

 

রুপে গুণে মানুষ তুমি
দেখুক সবাই প্রকাশে,
আঁধার আলো ছোট বড়ো
সকল কিছুর পরশে।

 

উঁচু নিচু সকল কিছু প্রাণপণে
মানুষের পরিবেশ,
হাজারো প্রাণীর হাজারো ভাষা
সৃষ্টির লিলার নাইকো শেষ।

 

চিন্তা শক্তি জ্ঞান গরিমা পঞ্চ
গুণে লোভ লালসা,
আচার বিচার হবে তোমার
জীবন মানের ভরসা।

 

সামনে পিছে দেখে চলো
থাকো আয়নার চোখে ফর্সা,
যতই বড়ো হ‌ওনা নেতা করছে
যাঁরা তোমার অধিন্যাস্ত ভরসা।

 

 

লেখকের ঠিকানাঃ ঢাকাস্থ বরিশাল হিজলা উপজেলা।