Sharing is caring!
এম এ হাসান, স্টাফ রিপোর্টারঃ
র্যাব-১৩, সিপিসি-১ কর্তৃক বিশেষ অভিযানে দিনাজপুরের চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক প্রধান আসামীকে আটক করা হয়েছে।
র্যাব-১৩, দিনাজপুর সুত্র জানায়, গত ২১/০৬/২০২০ ইং তারিখ দিনাজপুর জেলার কোতয়ালী থানাধীন স্বরসতীপুর (দক্ষিণ চিরুঠা) গ্রামস্থ মৃত আতিয়ার রহমান এর পুত্র আনোয়ারুল ইসলাম (৩২)কে একই গ্রামের মোঃ সফিউদ্দিন এর পুত্র মোঃ সাইফুল ইসলাম (৪০) সন্ধ্যাবেলা বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। পরবর্তীতে ২২/০৬/২০২০ ইং তারিখে দিনাজপুর জেলার কোতয়ালী থানাধীন ৯নং আস্করপুর ইউনিয়নস্থ সুন্দরা জুলুকাপাড়া গ্রামের জনৈক হাসান এর জমিতে আনোয়ারুল ইসলামের ক্ষত-বিক্ষত মৃতদেহ পাওয়া।
এ ঘটনার প্রেক্ষিতে ভিকটিমের বোন মোছাঃ নাসিমা আক্তার (২৬) দিনাজপুর জেলার কোতয়ালী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন যার মামলা নং-৫৪, তারিখ ২৮/০৬/২০২০ ইং। ঘটনার পর থেকেই র্যাব বিষয়টি গুরুত্ব সহকারে গ্রহণ করে এবং ছায়া তদন্ত শুরু করে। তদন্তে জানা যায় যে, উক্ত আসামী মোঃ সাইফুল ইসলামের সাথে আনোয়ারুল ইসলামের পূর্ব শত্রুতা ছিল।
যার প্রেক্ষিতে আসামী মোঃ সাইফুল ইসলাম তার সহযোগীদের নিয়ে আানোয়ারুল ইসলামকে নৃশংসভাবে হত্যা করে। গ্রেফতার এড়াতে আসামী আত্মগোপনে থাকে এবং ঘন ঘন অবস্থান পরিবর্তন করে। র্যাবের অব্যাহত নজরদারীর এক পর্যায়ে মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেলে র্যাব-১৩, দিনাজপুর এর একটি আভিযানিক দল কর্তৃক নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দিনাজপুর জেলার কোতয়ালী থানাধীন শেখপুরা ১৭ নং রেলঘুন্টি এলাকায় অভিযান পরিচালনা করে উক্ত হত্যা মামলার প্রধান আসামী মোঃ সাইফুল ইসলাম (৪০) কে গ্রেফতার করা হয়। র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে ঘটনার সাথে তার সম্পৃক্ততার কথা স্বীকার করেছে।
গ্রেফতারকৃত আসামীকে পুলিশ সুপার, পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই), দিনাজপুরে হস্তান্তর করা হয়েছে বলে সাপ্তাহিক অভিযোগ কে জানিয়েছেন র্যাব-১৩, দিনাজপুরের ভারপ্রাপ্ত কোম্পানী অধিনায়ক।