Sharing is caring!
মেয়াদোত্তীর্ন মোংলা পোর্ট পৌরসভা নির্বাচনের দাবী ও মেয়র জুলফিকারের বিরুদ্ধে অবৈধ সম্পদের হিসাব সহ আইনানুগ ব্যবস্হা নিতে বাগেরহাট প্রেসক্লাবে সংবাদ সম্মেলন-
মোঃজাহান জেব কুদরতী,
বাগেরহাট প্রতিনিধিঃ-
বাগেরহাট জেলার মোংলা পোর্ট পৌরসভার মেয়রের গ্রেফতার ও নির্বাচনের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন মোংলা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক সহকারী কমান্ডার মো. ইস্রাফিল ইজারাদার।সংবাদ ব্রিফিং ১ লা সেপ্টেম্বর’২০ মংগলবার সকালে বাগেরহাট প্রেসক্লাবে অনুষ্ঠিত হয়।
এ সংবাদ সম্মেলনে মোংলা পোর্ট পৌরসভার নির্বাচিত মেয়র বিএনপি নেতা জুলফিকার আলীর মেয়াদ প্রায় ৫ বছর আগে শেষ হওয়ায় অবিলম্বে প্রশাসক নিয়োগ করে দ্রুত নির্বাচন দেয়া, মেয়রের অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের দাবিও তোলা হয়।
মুক্তিযোদ্ধা ইস্রাফিল ইজারাদার
লিখিত বক্তব্যে বলেন-মোংলা পোর্ট পৌরসভার নির্বাচিত মেয়র বিএনপি নেতা জুলফিকার আলীর মেয়াদ মেয়াদ প্রায় ৫ বছর আগেই শেষ হয়েছে।কৌশল ও চাতুর্যতা অবলম্বন করে তার নিজস্ব সমর্থক দিয়ে মামলা মোংলা পোর্ট পৌরসভার নির্বাচন না হতে ষড়যন্ত্র শুরু করে।
তাই অবিলম্বে “প্রশাসক” নিয়োগ করে দ্রুত নির্বাচন দেয়াসহ মেয়রের অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য সরকারের কাছে দাবি জানান সংবাদ সম্মেলক।
তিনি অভিযোগ করে বলেন-মেয়র জুলফিকার তার দুর্নীতির অর্থ দিয়ে ঢাকার ধানমণ্ডি ও মিরপুরে দু’টি ফ্ল্যাট, বসুন্ধরায় প্লট ও মোংলা বন্দরের জমি দখল করে হোটেল সুন্দরবন প্যালেস নামে বহুতল ভবনসহ নামে বেনামে কোটি-কোটি টাকার অবৈধ সম্পদের পাহাড় গড়েছেন। শত কোটি টাকা ব্যয়ে নির্মিত মোংলা বন্দরের শ্রমিক হাসপাতালটিও দখল করে নিয়েছেন তিনি।
জনাব ইস্রাফিল সাহেব তার বক্তব্যে আরও অভিযোগ করেন-২০১১ সালে মোংলায় যুবলীগের মিছিলে গুলিবর্ষণকারী ও ২০১৭ সালের ২২ ‘ মার্চ বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি সম্বলিত ব্যানার-ফেস্টুন ছিড়ে পদদলিত করা মেয়র বিএনপি নেতা জুলফিকার আলীর বিরুদ্ধে মোংলা থানায় মামলা করেও তিনি কোন প্রতিকার পাননি।
ইস্রাফিল আরও অভিযোগ করে বলেন, ‘ফেরাউনি শক্তি এবং মেয়রের অবৈধ অর্থের কারণে উক্ত মামলার চার্জশিট আজো হয়নি।’ একইসাথে ইস্রাফিল ইজারাদার অবিলম্বে মোংলা পোর্ট পৌরসভার মেয়র বিএনপি নেতা জুলফিকার আলীর গ্রেফতারের জোরালো দাবিও জানান তিনি।