২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

ভীতু চোর বাবু – জলি ফাতেমা রোখসানা

admin
প্রকাশিত আগস্ট ২৯, ২০২০
ভীতু চোর বাবু – জলি ফাতেমা রোখসানা

Sharing is caring!

ভীতু চোর বাবু
জলি ফাতেমা রোখসানা
ভীতু চোর বাবু যদি শোনে মেঘের ডাক।
তড়িঘড়ি সে লাগায় ঘরের হাক।
চক্ষু-বুজে জড়সড়,খাটের নিচেই বসে।
বাঁচাও মোরে কালি ঠাকুর,খাটের পা’ টি ধরে।
মৃত্যু ভয়ে চড়ে না গাড়ি,যায়না সে বৃক্ষের নিচে।
পথে চলে না শেয়াল – বেজিতে, যদি কামড়ায় পিছে। হঠাৎ করে যাবে সে ভোজের আর্কষনে।
সে সময় চমকে ওঠে, বাটনা- বাটার ঘর্ষনে।
একটু হলে চোখের আড়াল।
হয় যেন সে পুষি বিড়াল।
হঠাৎ করে পড়লো সে,ঘরে ঢুকে।
লোভী – পেটুক চাটনি দেখে,আনাগোনা করে।
চাটনি খেয়ে ভয়ে কাতর,আলুক- ফালুক করে।
চুরি করে চাটনি খাওয়ার,ফলটা দেখায় তবে।
এই বলে চোর – বেচারার,মারলো লাঠি সবে।