Sharing is caring!
>>>>অবহেলা<<<<
লেখক: বিধান চন্দ্র রায়
তোমায় নিয়ে আমার ঘরে,
অনেক স্বপ্ন আঁকি!
সেই স্বপ্নেও তুমি আমায়,
দিয়ে গেলে ফাঁকি!!
বৃষ্টি রাতে ভিজি যখন,
ঠান্ডা লাগবে তাই!
সব বুঝেও কেন তুমি,
বারন করো নাই!!
বৃষ্টি দিনে তোমায় নিয়ে,
অনেক স্বপ্ন আঁকি!
সেই স্বপ্নেও তুমি আমায়,
দিয়ে গেলে ফাঁকি!!
চাঁদ দেখেছি ছাদে অনেক,
জোসনা ভরা ওই রাতে!
এলে না তুমি আমার কাছে,
একটু সংঘ দিতে!!
তোমার হাজার অবহেলা,
আমার মনে নাই!
নতুন নতুন অবহেলা,
প্রতিনিয়ই যে পাই!!
ফাঁকি বাজির এই খেলাটা,
আমিও শিখতে চাই!
একদিন আমি ফাঁকি দিব,
সকলকে যে তাই!!
বাস্তবতায় ফিরবে যখন,
খুজবে যখন মোরে!
ফাঁকিবাজি খেলবো তখন,
কাকডাকা ওই ভোরে!!
ফাঁকি বাজির এই খেলাতে,
হবো আমি জয়ী!
যখন তুমি খুঁজবে আমায়,
নিবে না আর আরি!!
হাজার ডাকেও ফিরব না আর,
খেলব না আর খেলা!
ফাঁকির যে জয় হয়েছে,
জেদি আর অভিমানের বেলা!!