১লা ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২রা শাবান, ১৪৪৬ হিজরি

নবীনগরে অস্ত্র, গুলি ও ইয়াবাসহ র‍্যাবের হাতে আটক ৩, থানায় মামলা

admin
প্রকাশিত জুলাই ১৯, ২০১৯
নবীনগরে অস্ত্র, গুলি ও ইয়াবাসহ র‍্যাবের হাতে আটক ৩, থানায় মামলা

Sharing is caring!

 

মোহাম্মদ জাকারিয়া ব্রাহ্মণবাড়ীয়া জেলা প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বিদেশী রিভলভার, গুলি ও ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে বৃহস্পতিবার (১৮/৭) ভোরে উপজেলার ধরাভাঙ্গা থেকে আটক করে র‍্যাব-১৪। আটককৃতরা হচ্ছে ওই গ্রামের মৃত ফিরোজ আলীর ছেলে জয়নাল আবেদীন ওরফে ড্রাম বাবু(৩৬), কাশেম মিয়ার ছেলে মোঃ আব্দুল্লাহ (১৯) ও স্বপন মিয়ার ছেলে মোঃ সাদেক ওরফে অপু (২২)।
বৃহস্পতিবার দুপুরে সংবাদ সম্মেলনে র‌্যাব-১৪ ভৈরব ক্যাম্পের কোম্পানি অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দিন মোহাম্মদ যোবায়ের এই তথ্য জানান।
অভিযানে ড্রাম বাবুর বাড়ি থেকে একটি বিদেশি রিভলবার, তিন রাউন্ড গুলি ও ২ হাজার ৭৯০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। এই ঘটনায় নবীনগর থানায় মামলা হয়েছে।