Sharing is caring!
খালবিল যতই আছে,কানায় কানায় ভরা
(লেখকঃ মোঃ রাকিব হোসেন)
অচিনপুরের পাখ-পাখালি, ডানায় ডানায় ভরা। খালবিল যতই আছে, কানায় কানায় ভরা।
সাদা বগের এলোমেলো, খুঁজে পুটি মাছ।
মাছেরা সব লুকিয়ে আছে, গভীর জলে জাস।
জেলেরা সব জাল নিয়ে, আসে খাল-বিলে।
ছোট-বড় মাছেরা বলে, যাব গভীর জলে।
হতাশ হয়ে জেলেরা সব, যাবে বাড়ি ফিরে।
পাবেনা আর খুঁজে, গভীর জলে গেলে।