Sharing is caring!
গাজীপুর জেলার প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট এস. এম তরিকুল ইসলাম এর নির্দেশনায় টঙ্গী, গাজীপুর এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
মঙ্গলবার ১৬ জুলাই “কেবল টেলিভিশন নেটওর্য়াক পরিচালনা অাইন, ২০০৬ “এবং “কেবল টেলিভিশন নেটওয়ার্ক পরিচালনা ও লাইসেন্সিং বিধিমালা ২০১০” এর বিভিন্ন ধারা লঙ্ঘনের দায়ে রুপান্তর ডিজিটাল কেবল লিমিটেড এবং স্যাটেলাইট কানেকশনকে কে ৫০ হাজার টাকা করে ১ লক্ষ টাকা এবং টঙ্গী স্যাট সুপারভিশনকে ১ লক্ষ টাকা মোট ২ লক্ষ টাকা জরিমানা করা হয়। মোবাইল কোর্ট পরিচালনার সময় নিমাইপাল, সুপারিনটেনডেন্ট( লাইসেন্স), বিটিভি এবং আনসার সদস্যরা সহায়তা করেন। মোবাইল কোর্টটি পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট থান্দার কামরুজ্জামান।