১৭ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ই রজব, ১৪৪৬ হিজরি

কালীগঞ্জে মেয়েকে যৌন হয়রানির অভিযোগে বাবা আটক

admin
প্রকাশিত আগস্ট ১৬, ২০২০
কালীগঞ্জে মেয়েকে যৌন হয়রানির অভিযোগে বাবা আটক

Sharing is caring!

 

সুলতান আল একরাম,ঝিনাইদহ জেলা প্রতিনিধিঃ

 

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার কোলা গ্রামে ১২ বছরের মেয়েকে যৌন হয়রানির অভিযোগে বাবা নাড়– গোপাল সরকার (৪৫) কে আটক করেছে পুলিশ।

 

শনিবার রাতে মেয়েকে যৌন হয়রানির অভিযোগে থানায় একটি মামলা দায়ের করেন ভিকটিমের মা।

 

এরপর রাতেই অভিযান চালিয়ে নাড়– গোপালকে আটক করে পুলিশ।

 

আটক নাড়– গোপাল সরকার কোলা গ্রামের কমলেশ সরকারের ছেলে।

 

মামলার এজাহারে ভিকটিমের মা উল্লেখ করেছেন, গত ৭/৮ মাস যাবৎ মেয়ের স্পর্শকাতর স্থানে হাত দিয়ে আসে সে। এ বিষয় নিয়ে এর আগে আমার মেয়ে আত্মহত্যাও করতে গিয়েছিল। কিন্তু গত ৭ আগস্ট রাত তিনটার দিকে আবারও মেয়ের স্পর্শকাতর স্থানে হাত দেয় ওর বাবা। এসময় মেয়ের চিৎকারে পাশের ঘর থেকে তিনি ছুটে আসেন।

 

কালীগঞ্জ থানার ওসি মুহা: মাহফুজুর রহমান মিয়া জানান, নিজ মেয়েকে বিভিন্ন সময় যৌন হয়রানি করে আসছিল নাড়– গোপাল। ভিকটিমের মা বাদী হয়ে একটি মামলা করেছেন। শনিবার রাতে তাকে আটক করা হয়। রোববার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।