Sharing is caring!
আল আমিন আকবরশাহ চট্টগ্রাম জেলা প্রতিনিধিঃ সীতাকুন্ড উপজেলার ফৌজদার হাট জলিল গেইট এলাকায় বুধবাররাত ৯ টার নাগাদ নিজের ৪র্থ শ্রেনী পড়ুয়া মেয়েকে ধষর্ণ করেছে পাষণ্ড নরপশু পিতা।মনে হয় যেন,পিতা নামের এই পবিত্র শব্দটি কে কলঙ্কিত করেছে এই নরপশু।তাদের গ্রামের বাড়ি কুমিল্লা বলে প্রাথমিক ভাবে জানা যায়।বর্তমানে ধর্ষক সেই পাষণ্ড পিতা সীতাকুন্ড থানায় পুলিশে হেফাজতে রয়েছে বলে জানা যায়