২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

বেনাপোল দৌলতপুর সীমান্তে ইছামতি নদী পাড় থেকে এক বৃদ্ধকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করেছে বিজিবি সদস্যরা

admin
প্রকাশিত জুলাই ১৮, ২০১৯
বেনাপোল দৌলতপুর সীমান্তে ইছামতি নদী পাড় থেকে এক বৃদ্ধকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করেছে বিজিবি সদস্যরা

Sharing is caring!

মোঃসবুজ মাহমুদ,(যশোর) জেলা প্রতিনিধি :যশোরের বেনাপোল দৌলতপুর সীমান্তে ইছামতি নদীর পাড় থেকে বুধবার সন্ধ্যা সাড়ে ৬ টার সময় অজ্ঞাত পরিচয় (৬৫)এক বৃদ্ধাকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করেছে দৌলতপুর বিজিবি ক্যাম্পের সদস্যরা।তাকে আশংকা অবস্থায় উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে ।সে ভারত থেকে অবৈধ ভাবে ইছামতি নদী পার হয়ে বাংলাদেশে প্রবেশ করেছে বলে বিজিবির ধারনা।
দৌলতপুর বিজিবির ক্যাম্প কমান্ডার সুবেদার মুজিবুল হক জানান,দৌলতপুর বিজিবি ক্যাম্পের অধিনে তেরঘর পোষ্টের পাশে ইছামতি নদীর ধার থেকে অজ্ঞাত এক বৃদ্ধকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করা হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তার পরিচয় পাওয়া যায়নি। তবে ধারণা করা হচ্ছে সে ভারত থেকে অবৈধ ভাবে ইছামতি নদী পার হয়ে বাংলাদেশে প্রবেশ করেছে ।