Sharing is caring!
সৈয়দ রুবেল, ঝালকাঠি জেলা প্রতিনিধিঃ
ঝালকাঠির নলছিটিতে সুগন্ধা নদী থেকে অবৈধ ভাবে বালু উত্তোলন করার দায়ে ১০ ব্যক্তিকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (১২ আগস্ট) বিকেলে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নলছিটি উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোঃ সাখাওয়াত হোসেন এ দণ্ডাদেশ দেন দণ্ডপ্রাপ্তদের মধ্যে।
দণ্ডপ্রাপ্ত ১০ ব্যক্তির মধ্যে নয় জন ড্রেজার শ্রমিক । অপর আট ব্যক্তি ড্রেজার মালিক বরিশাল নগরীর বাসিন্দা মোঃ ইমন হোসেন । দণ্ড ঘোষণার পর ভ্রাম্যমাণ আদালত তাঁদেরকে কারাগারে পাঠিয়ে দেন।
নাম প্রকাশে অনিচ্ছুক প্রত্যক্ষদর্শী জানান, মোঃ ইমন হোসেন দীর্ঘদিন যাবত নলছিটির সুগন্ধা নদীতে ড্রেজার মেশিন দিয়ে পৌরসভার অনুরাগ ও গৌরিপাশা এলাকা থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিলেন।
এ গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ডের সহযোগিতায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিকেলে ঘটনাস্থলে হাজির হয়ে মালিক মোঃ ইমনসহ দশ জনকে এ দণ্ড দেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ সাখাওয়াত হোসেন বলেন, বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন-২০১০-এর ১৫ ধারায় দোষী সাব্যস্ত করে ইমন সহ দশ জনকে এ কারাদণ্ডাদেশ দেওয়া হয়।