Sharing is caring!
আব্দুল করিম চট্টগ্রাম জেলা প্রতিনিধি ঃ-
রাউজানে এইচএসসি পরীক্ষায় ফেল করায় শিক্ষার্থীর আত্মহত্যা। শিক্ষার্থী প্রিয়া দে (১৯) গহিরা ডিগ্রী কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় দ্বিতীয়বার অংশগ্রহণ করে ফেল করে।
সে পরীক্ষার ফলাফলে খবর পেয়ে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছে।
বুধবার (১৭-জুলাই) অনুমানিক রাত ১১ দিকে তার নিজ ঘরে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করে সে।
প্রিয়া দে উপজেলার চিকদাইর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের শশি মহাজন বাড়ীর প্রবাসী রকেট দে’র কন্যা।
বুধবার পরীক্ষার ফলাফল প্রকাশ হওয়ার পর প্রিয়া দে অকৃতকার্য হলে রাতের মধ্যে আত্মহত্যা করেছে বলে ধারণা করছেন তার পরিবার ও এলাকাবাসী।
এবিষয়ে জানতে চাইলে, প্রিয়া দের মা শিপু দে বলেন ঘরে এসে দেখতে পান তার মেয়ে ওড়না দিয়ে গলায় পেঁচিয়ে পাখার সাথে ঝুলতে দেখে স্থানীয় লোকজন কে বিষয়টি জানান, পরে এলাকার লোকজন এর সহযোগিতায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ প্রসঙ্গে, রাউজান থানার সেকেণ্ড অফিসার এসআই নুরুন নবী ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, নিহতের মায়ের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ সৎকারের জন্য দেয়া হয়েছে।