১৭ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ই রজব, ১৪৪৬ হিজরি

বেনাপোল সীমান্তে ফেনসিডিল সহ মাদক ব্যবসায়ী আটকঃ মাদক ব্যবসা বন্ধ না হওয়ায় জনমনে প্রশ্ন

admin
প্রকাশিত আগস্ট ১২, ২০২০
বেনাপোল সীমান্তে ফেনসিডিল সহ মাদক ব্যবসায়ী আটকঃ মাদক ব্যবসা বন্ধ না হওয়ায় জনমনে প্রশ্ন

Sharing is caring!

 

কামাল হোসেন,বিশেষ প্রতিনিধিঃ-

বেনাপোল সীমান্ত থেকে ১০০ বোতল ফেনসিডিল সহ শফিকুল ইসলাম (৪২) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

 

মঙ্গলবার (১১ আগষ্ট) গভীর রাতে বেনাপোল পোর্ট থানাধীন বালুন্ডা গ্রাম থেকে তাকে আটক করে বেনাপোল পোর্ট থানা পুলিশ।

 

আটক শফিকুল বেনাপোল পোর্ট থানার বালুন্ডা গ্রামের মৃত: হাতেম আলী মোড়লের ছেলে।

 

পুলিশ জানায়, গোপন সংবাদে জানা যায়, মাদক
ব্যবসায়ীরা মাদকের একটি চালান নিয়ে বালুন্ডা গ্রামস্থ বালুন্ডা উত্তরপাড়া জামে মসজিদের সামনে পাকা রাস্তার উপর অবস্থান করছে।

 

এমন খবরে বেনাপোল পোর্ট থানার এসআই মোস্তাফিজুর রহমান সংঙ্গীয় ফোর্স নিয়ে সেখানে অভিযান চালিয়ে ১০০ বোতল ফেনসিডিল সহ শফিকুলকে আটক করে।

 

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন খান জানান, আটক আসামির বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে তাকে যশোর আদালতে পাঠানো হয়েছে।

 

উল্লেখ্য, প্রায় প্রতিদিনই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে মাদক সহ মাদক ব্যবসায়ীরা আটক হলেও শার্শা-বেনাপোল সীমান্তে মাদক ব্যবসা বন্ধ না হওয়ায় জনমনে প্রশ্ন দেখা দিয়েছে। প্রশ্ন উঠেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সম্পৃক্ততা থাকার কথা।