১৭ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ই রজব, ১৪৪৬ হিজরি

১২ কোটি টাকার কোকেনসহ যুবক আটক

admin
প্রকাশিত আগস্ট ১১, ২০২০
১২ কোটি টাকার কোকেনসহ যুবক আটক

Sharing is caring!

 

আব্দুল করিম,চট্টগ্রাম বিভাগীয় ব্যুরো প্রধানঃ-

চট্টগ্রাম নগরের খুলশীতে অভিযান চালিয়ে ৭৭৫ গ্রাম নিষিদ্ধ মাদক ফেইনথাইলামিনসহ ফিরোজ খান (৩৭) নামে এক মাদকব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব। যার দাম প্রায় ১২ কোটি টাকা বলে জানা গেছে। মঙ্গলবার (১১ জুলাই ) সকালে ফয়েজ লেক এলাকা থেকে তাকে আটক করা হয়।

 

আটক ফিরোজ পটিয়া উপজেলার পূর্ব আশিয়া গ্রামের মরহুম হোসেন খানের ছেলে।র‌্যাবের সহকারী পরিচালক মাশকুর রহমান বলেন, ৭৭৫ গ্রাম কোকেনসহ ফিরোজ খান নামে একজনকে আটক করা হয়েছে। এটি এক ধরণের কোকেন। যার দাম প্রায় ১২ কোটি টাকা।

 

তিনি আরো বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সকালে ফয়েজ লেক এলাকা থেকে ফিরোজ খানকে আটক করা হয়। আটক আসামি দীর্ঘদিন ধরে মাদকব্যবসা করে আসছিল।

 

পরবর্তীতে আসামির নিজ বাড়ি থেকে এ মাদক উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ফিরোজ খান জানান, আবদুল আজিজ নামে এক ব্যক্তির কাছ থেকে নিষিদ্ধ মাদক ফেইনথাইলামিন সে সংগ্রহ করেছে।

 

সহকারী পরিচালক আরো বলেন, কোকেন কার কাছ থেকে আনা হয়েছে আর কাকে দেওয়ার কথা ছিল, তাদের নাম জানা গেছে এবং তাদের আটকের চেষ্টা চলছে। এ ব্যাপারে খুলশী থানায় মামলা হয়েছে।