২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

হৃদয়ে বিরহের আগুন – জলি ফাতেমা রোখসানা

admin
প্রকাশিত আগস্ট ৮, ২০২০
হৃদয়ে বিরহের আগুন – জলি ফাতেমা রোখসানা

Sharing is caring!

হৃদয়ে বিরহের আগুন
জলি ফাতেমা রোখসানা

হৃদয়ে আমার বিরহ দাহ নয়ন জলে ভরায়।
যে গাছের ধরি ডাল যায় ভেঙ্গে, নয়ন আঁধারে ডুবায়।
প্রানে পেলাম কাঁটার খোঁচা ফুলের গন্ধ নয়।
নীভা প্রদীপ চিরদিনের সাথী যে তার হয়।
যে গান গেয়ে দুটি জীবন বাঁধলো আপন বাসা।
সে গান কেন গেয়ে আজ ঝরায় আখিজল ধারা।
আকাশে রং ছড়িয়ে হাসিভরা তারকারা ঝিলমিলিয়ে রয়।
এ জীবনে সন্ধ্যা ভরা সে তো দেখার সময় নয়।
জীবন যার শুধুই যে আঁধার।
নাইকো সময় তার যে কাঁদার।
আমি যার জন্য হলাম পাগল সে তো আমার নয়।
দুঃখে ব্যাথায় ভরেছে জীবন মরনের কি ভয়।