২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

বাংলার খোকা – জলি ফাতেমা রোখসানা

admin
প্রকাশিত আগস্ট ৮, ২০২০
বাংলার খোকা – জলি ফাতেমা রোখসানা

Sharing is caring!

বাংলার খোকা
জলি ফাতেমা রোখসানা

আঁকা- বাঁকা মেঠো পথে,
ছোট একটি গ্রামে।
দুঃখ দেখে উঠতো কেঁদে,
বাংলার খোকার প্রানে।
নাম তার শেখ মুজিব,
টুঙ্গিপাড়ার বুকে।গরীবের দুঃখ দেখে,
স্বপ্ন বুনে চক্ষুজলে।
শৈশব হতে দেশের শান্তি শফৎ করে, দুঃখীর হাসি দেখবে বলে।
শৈশব হতে নির্ভীকদাতা ছিল বলে চেতনা জাগে তার বুকে।
জননী তাকে আদর করে বাংলার খোকা ডাকে।
বলল সোনামনি বড় হয়ে, একদা কিছু একটা হবে।
রাত- পোহালে বাংলার খোকা ভাবে, এই বাংলায় জ্বলবে বাতি।
শত্রু পাক- সেনাকে ঘায়েল করে দখল করবো ঘাটি।