২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

আমি সাইন্স পড়বো না – রাকিবুল হাসান রাকিব

admin
প্রকাশিত আগস্ট ৮, ২০২০
আমি সাইন্স পড়বো না  –  রাকিবুল হাসান রাকিব

Sharing is caring!

 

আমি সাইন্স পড়বো না

 

রাকিবুল_হাসান_রাকিব

 

English পড়তে গেলে
আমি আমার নাম যায় ভুলে
পড়তে গেলে হোঁচট খেয়ে ঠোঁট যায় ফেটে।।

 

Math করতে গেলে
আমার মাথা যায় রেগে
চিন্তা করতে করতে বাড়ির ঠিকানা যায় ভুলে।।

 

আমার ভাল্লাগে না
এসব পড়তে করতে ভাল্লাগে না
না, না, না…বই পড়ব না, ভাল্লাগে না, ভাল্লাগে না

 

physics পড়তে গেলে
আমার মাথার চাপ যায় বেড়ে
বই ফেলে যাই চলে, স্কুলে বই রেখে

 

Chemistry পড়তে গেলে
আমার মাথা যায় গোলে
বিজ্ঞানাগারে বিস্ফোরণ করে যায় পালিয়ে

 

Biology পড়তে গেলে
আমার রক্তচাপ আর তাপমাত্রা বাড়ে
অসুস্থ মতো ছুটি নিয়ে চলে যায় বাড়িতে

 

Higher math করতে গেলে
আমার মাথায় ট্রাফিক সিগনেল জ্বলে উঠে
রাস্তায় আটকে পড়া গাড়ির মতো বসে থাকি টেবিলে।