Sharing is caring!
ফকির হাসান ::
সুনামগঞ্জ জেলাকে মাদক মুক্ত করতে
সুনামগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশ অভিযান চালিয়ে ৪৮ বোতল ভারতীয় অফিসার ‘স চয়েস হুইস্কি মদ ও একটি মোটরসাইকেলসহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে।
শুক্রবার (৭ আগস্ট) ভোরবেলা গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা পুলিশ (ডিবি) ‘র ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ নাজিম উদ্দিনের নেতৃত্বে একদল পুলিশ সুনামগঞ্জ সদর থানা এলাকায় অভিযান চালিয়ে ৪৮ বোতল ভারতীয় অফিসার ‘স চয়েস হুইস্কি মদ ও একটি মোটরসাইকেলসহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করে।
আটককৃত রা হল, সুনামগঞ্জ জেলার মোহনপুর গ্রামের রহিম উদ্দিনের ছেলে হুমায়ূন রশিদ (১৯) ও
মুজিবুর রহমানের ছেলে বিল্লাল হোসেন (১৯)।
সুনামগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ‘র ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শেখ মোহাম্মদ নাজিম উদ্দিন এর সত্যতা নিশ্চিত করে বলেন, আবারও পুলিশ সুপার সুনামগঞ্জ মহোদয়ের প্রত্যক্ষ গাইডলাইন ও নির্দেশনা আসুন আমরা সবাই মিলে সুনামগঞ্জ জেলাকে মাদকমুক্ত করতে সম্মিলিত ভাবে কাজ করি।
মনে রাখতে হবে, একজন মাদকাসক্ত ব্যক্তি হলো যে কোনো পরিবার,সমাজ বা রাষ্ট্রের সবচেয়ে বড় শত্রু।