১৭ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ই রজব, ১৪৪৬ হিজরি

মহেশপুরে ফেন্সিডিলসহ ২ মাদক ব্যবসায়ী আটক, প্রাইভেটকার জব্দ

admin
প্রকাশিত আগস্ট ৭, ২০২০
মহেশপুরে ফেন্সিডিলসহ ২ মাদক ব্যবসায়ী আটক, প্রাইভেটকার জব্দ

Sharing is caring!

 

সুলতান আল একরাম,ঝিনাইদহ জেলা প্রতিনিধিঃ

ঝিনাইদহের মহেশপুর উপজেলার দত্তনগর এলাকা থেকে ফেন্সিডিলসহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে তাদের আটক করা হয়। এসময় জব্দ করা হয়েছে ফেন্সিডিল বহনকারী একটি প্রাইভেট কার।

 

আটককৃতরা হলো- মহেশপুর উপজেলার শ্যামকুড় গ্রামের আব্দুল হামিদের ছেলে আশরাফুল ইসলাম (৩১) ও ভাবদিয়া খেজুর বাগানপাড়ার তৈয়ব আলীর ছেলে নাজমুল হোসেন (২৫)।

 

ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার (কোটচাঁদপুর সার্কেল) মুহাইমিনুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে মহেশপুর সীমান্ত এলাকা দিয়ে প্রাইভেটকারে ফেন্সিডিল পাচার হচ্ছে।

 

এমন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালান তিনি।

 

এসময় দত্তনগর চার রাস্তার মোড় এলাকায় চেকপোস্ট বসিয়ে প্রাইভেট কারটিতে তল্লাসী করলে উদ্ধার করা হয় ১৯৮ বোতল ফেন্সিডিল। আটক করা হয় ওই দুই জনকে। এ ঘটনায় মহেশপুর থানায় মামলা হয়েছে।