২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

কবিগুরু_রবীন্দ্রনাথ_ঠাকুরের_প্রয়াণ_দিবসে_শ্রদ্ধাঞ্জলি – কলমে_গৌরী_পাল

admin
প্রকাশিত আগস্ট ৭, ২০২০
কবিগুরু_রবীন্দ্রনাথ_ঠাকুরের_প্রয়াণ_দিবসে_শ্রদ্ধাঞ্জলি – কলমে_গৌরী_পাল

Sharing is caring!

বাইশে_শ্রাবণ

 

কবিগুরু_রবীন্দ্রনাথ_ঠাকুরের_প্রয়াণ_দিবসে_শ্রদ্ধাঞ্জলি

 

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

 

কলমে_গৌরী_পাল

 

সুন্দর পৃথিবীতে তুমি এসে ছিলে ,তাই তো
সব অন্ধকার কেটে গিয়ে ,পৃথিবী আলোকিত হয় রবির কিরণে।
সাহিত্য জগতের অন্ধকার কালো মেঘ বৃষ্টি রূপে ভেসেছে।

 

তুমি এসে ছিলে তাই তো,
গানে গানে ঝংকারের সুর বাজে।
খর বায়ু বয় বেগে/”জল পড়ে পাতা নড়ে”।
“চিত্রাঙ্গদা” ,”চন্ডালিকা”…..
চক্ষে আমার তৃষ্ণা জাগে।

 

তুমি এসে ছিলে তাই তো,
“রক্তকরবী” ফোটে………..
সখী ভাবনা কাহারে বলে,
সবই যেন মনে দাগ কাটে।
“ডাকঘর” থেকে “পোষ্ট মাষ্টার”
“ইউরোপ প্রবাসীর পত্র”
সবই যেন মন কাড়ে।

 

তুমি এসে ছিলে তাই তো,
“ভগ্নহৃদয়” দিয়ে করেছো আপন,
“শেষলেখা”আর “শেষকথা” দিয়ে যায় ভালোবাসা বসন্ত জাগ্রত দ্বারে…….।
“মালিনী” ,”সন্ধ্যা সঙ্গীত”প্রদীপ জ্বেলে তুলসী তলায়
“নৈবেদ্য” দেয়।

 

তুমি এসে ছিলে তাই তো
“ঠাকুরদাদা” থেকে শুরু করে
“বউঠাকুরানী হাট”
মনে মালা গাঁথে।

 

জাতীয় সঙ্গীত “জন_গন_মন” আজ বাজে সারা পৃথিবী জুড়ে।
আমাদের”সোনার বাংলা” সকলের কাছে
“মৃত্যুঞ্জয়ী” হয়ে আছে।
তোমার কথা ভেবে আজ ও
বাঙালি মাথা উঁচু করে বাঁচে।