Sharing is caring!
অরন্যরোদন
কলমে_গৌরী_পাল
পৃথিবীতে আজ মহামারী
মানব জাতির ভুলে,
সাঙ্গ হবে ভবের খেলা
বিশ্ব দূষনের ফলে।।
দূষনের ফলে দূষণ বাড়ছে
বাড়ছে বায়ুদূষণ কণা,
শ্বাসরুদ্ধ হয়ে মরছে মানুষ
যেন সাপের বিষাক্ত ফণা।।
বোমা বিস্ফোরণের ধোঁয়ায়
আকাশ ঢাকছে কালো মেঘে,
অক্সিজেনের গতি বেগ
নামছে প্রতি ধাপে ধাপে।।
প্রখর রোদে গলছে বরফ
ভরছে সাগরের জল,
শিঘ্রই পৃথিবী ধংস হবে
শেষ হবে এই ধরাতল ।।
সময় থাকতে গাছ লাগাতে
সবাই মিলে সঙ্ঘবদ্ধ হও,
মহামারীর হাত থেকে পৃথিবী বাঁচাতে
একত্রিত হয়ে শপথ লও।।
লাগাও গাছ , বাঁচাও সবুজ
ঘোচাও হিংসার লেশ,
পৃথিবী সবুজ হলেই
বাঁচবে এ পরিবেশ ।।