Sharing is caring!
তানভীর আহমেদ,তাহিরপুর প্রতিনিধিঃ
সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলায় অবৈধ ভারতীয় শেখ নাসিরুদ্দিন(নাসির)বিড়ি,পাঁচ হাজার পিচ, চালানসহ এক চিহ্নিত মাদক কারবারিকে আটক করেছে তাহিরপুর থানা পুলিশ।
জানা যায়,আটককৃত মাদক কারবারি হলেন, উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নে শিবরামপুর গ্রামের আকিক মিয়ার ছেলে হুমাউন কবির ( ৩৮)।
স্থানীয়রা অধিবাসীরা জানান, প্রশাসনের চোখে ফাঁকি দিয়ে দীর্ঘদিন ধরে ভারতীয় মদ, গাঁজা, ইয়াবা ও নাসির বিড়ির কারবার সহ সীমান্ত চাঁদাবাজি করে আসছিল ওই মাদক কারবারি, এনিয়ে বিভিন্ন পত্র-পত্রিকায় একাধিক বার সংবাদ প্রকাশও হয়েছিলো।
তাহিরপুর থানা পুলিশ সূত্রে জানা যায়, (৬ ই আগষ্ট) বৃহস্পতিবার দুপুর ৩টার দিকে ট্যাকেরঘাট ফাঁড়ি থানার ইনচার্জ এস আই আবু মুছার নেতৃত্বে, সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার শ্রীপুর বাজারে অভিযান পরিচালনা করে ভারতীয় নিষিদ্ধ নাসির বিড়ির চালানসহ ওই মাদক কারবারিকে আটক করা হয়।
উক্ত বিষয়টি নিশ্চিত করে তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আতিকুর রহমান জানান, আটককৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার কার্যক্রম চলছে।