১লা ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২রা শাবান, ১৪৪৬ হিজরি

নবীনগরে শিক্ষককে আটকে মারধর করে পাচঁ লাখ টাকা চাঁদা দাবি

admin
প্রকাশিত জুলাই ১৭, ২০১৯

Sharing is caring!

ফাতেমা আক্তার নবীনগর প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা পৌরসদরে এক সিনিয়র শিক্ষককে আটকে রেখে প্রচন্ড মারধর করে পাচঁ লাখ টাকা চাঁদা দাবি করার অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার(১৬/০৭) রাত ১০টায় আদালত পাড়ার কেরামত আলী টাওয়ার ভবনের ২য় তলায় শিশু মিয়ার ভাড়া বাসায়। গুরুতর আহত অবস্থায় ওই শিক্ষককে রাতেই নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ ভর্তি করা হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পুলিশ আসার খবর পেয়ে সন্ত্রাসীরা ঘরে তালা লাগিয়ে পালিয়ে যায়। সন্ত্রাসীদের আক্রমনের শিকার ওই শিক্ষকের নাম মো. নজরুল ইসলাম। তিনি ইচ্ছাময়ী পাইলট বালিকা

উচ্চ বিদ্যালয়ের গণিত বিভাগের সিনিয়র শিক্ষক। এরই প্রতিবাদ বুধবার দুপুরে নবীনগর ইচ্ছাময়ী পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবিতে নবীনগর সদরে বিভিন্ন সড়কে বিক্ষুভ মিছিল করেন।