Sharing is caring!
মনে পড়ে সেই স্নৃতি
জলি_ফাতেমা_রোখসানা
শৈশবে মনে পড়ে কত স্নৃতি সর্বদা প্রতিক্ষনে।
একদা হারিয়ে গেলাম বন্ধু আর আমি বহুদুর বাগানে।
শীতের সময় করতাম খেজুরের রস চুরি।
বন্ধু আর আমি খাইতাম চুপি চুপি।
লোক চক্ষুর আড়ালে বাগানে করতাম ফুল চুরি।
বন্ধু আর আমি গলায় ঝুলাতাম মালা দুটি।
শৈশবে মোর দিন কেটেছে হাসি খেলায়।
পরিয়ে দিতাম ফুলের মালা বন্ধুর গলায়।
ঝোঁপের পাশে গাঁ ঢাকা দিলাম।
মিষ্টি আম ছিড়ে নিলাম।
বন্ধু আর আমি মিলে সব খেলাম।
অনাবিল সুখ মোরা পেলাম।
মনে পড়ে সেই পড়ন্ত বিকেল বেলা।
বাতাস বইছে অবিরাম খেলা।
মনে পড়ে পাগলা- হাওয়া নদী।
মোর স্বভাবটা ছিল নিরবধি।
লোক চক্ষুর আড়ালে ঘুড়ি উড়াতাম লুকোচুরি।
বন্ধু আর আমি করতাম নাচানাচি।
সর্বদা দুষ্টুতে ভরপুর ছিলাম আমি।
অনাবিল সুখে বন্ধুর গায়ে দিতাম পানি।
মনে পড়ে চৈতি ভর দুপুর।
পায়ে দিতাম ঘুঙুর নূপুর।
ঠিক থাকতো না মোর মতিগতি।
হাত বাড়িয়ে ধরতাম প্রজাপতি।
মা ছিল মোর বুকের নিধি ভালবাসার অমূল্য ধন।
ভাবতে গেলে শিউরে উঠি গুমরে ওঠে মন।