২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

দেশের জন্য ত্যাগ-বিসর্জন – জলি ফাতেমা রোখসানা

admin
প্রকাশিত আগস্ট ৫, ২০২০
দেশের জন্য ত্যাগ-বিসর্জন – জলি ফাতেমা রোখসানা

Sharing is caring!

 

দেশের জন্য ত্যাগ-বিসর্জন

 

জলি_ফাতেমা_রোখসানা

 

বঙ্গবন্ধু হলো বাঙালী জাতির ইতিহাসের স্নৃতিমাখা গান।

 

আর বাংলাদেশ হলো বঙ্গবন্ধুর স্বপ্নের দেশ প্রান।

 

তোমার মত নেতার অভাবে এদেশ ছিল দুইশো বছর পরাধীনতার শিকলে বাঁধা।

 

তুমি জন্ম নিলে তাই স্বাধীন হলো দেশ,সফল হলো সোনার বাংলা।

 

তুমি না জন্মিলে এদেশ স্বাধীন পেতনা।

 

শোষনে নির্যাতিত হতো ভাংতো না চেতনা।

 

বাংলার প্রতি ঘরে ঘরে বেড়িয়েছো ঘুরে।

 

মাতৃভাষা কেহ যেন না যায় ভূলে।

 

সারাজীবন করেছো বরন জেল হাজতে বাস।

 

কবে বাংলায় শান্তি হবে চিন্তা ছিল তোমার।

 

কৃষক- শ্রমিকের মুখে হাসি ফোটাতে গিয়ে ঘাতকের হাতে জীবন দিলে তাই।

 

এই বাংলায় নবরুপ দিলে তুমি, তোমার মত লক্ষ মুজিব আরো দেখতে চাই।