১৩ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৮শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ১৩ই রমজান, ১৪৪৬ হিজরি

স্বাধীনতা_যুদ্ধ – জলি ফাতেমা রোখসানা

admin
প্রকাশিত আগস্ট ৪, ২০২০
স্বাধীনতা_যুদ্ধ – জলি ফাতেমা রোখসানা

Sharing is caring!

স্বাধীনতা যুদ্ধ

 

জলি ফাতেমা রোখসানা

 

স্বাধীনতার চিঠি আসে ২৫শে মার্চ ভয়াল কালো রাতে।
পাক-সেনারা ছুড়লো গুলি দামাল ছেলের বুকে।
ঝাঁঝরা হলো লাখো জনের রক্তে হলো নদী।
জনতার দু”চোখে অশ্রুসজল কান্নার নিরবধি।
স্বাধীনতা আনবে বলে সবে যুদ্ধে গেলো।
হেঁটে হেঁটে সূর্য পথে সবে রক্ত পেলো।
স্বাধীনতায় বাপ- ভাই হারালাম।
মা- বোনের ইজ্জত হারালো দুঃখ নিয়ে মন ভরালাম।
মুক্তিসেনা বীরের মত জীবন দিয়ে দিলো তবুও দেয়নি তাদের মান।
রক্ত দিয়ে তারা রেখে গেলো এদেশের সম্মান।
তাদের রক্তের বিনিময়ে মোরা পেলাম স্বাধীন সুখ।
তাই দেশ ও জাতির কাছে স্বাধীনতার গর্বে রঙিন করি মুখ।