Sharing is caring!
রাখী_বন্ধন
কলমে_গৌরী_পাল
রাখী বন্ধন হলো ভাই বোনের
ভালোবাসার মিলনের সেতু,
ভাই বোনের অটুট বন্ধন যেন
থাকে সারাজীবন কোন কারন হেতু।
রাখী উৎসব হলো
চাওয়া পাওয়ার আবদার,
রাখী বন্ধন হলো ভাই বোনের
দুজন দুজনের ভালোবাসার।
রাখীতে রয়েছে কতো নক্সা
আর সাত রং এর সমাহার,
ভাই-বোনের অটুট বন্ধনের
আর ভালোবাসার অঙ্গীকার।
রক্ত আর নারীর টানে জাগে
হৃদয়ের স্পন্দন,
সারাজীবন থাকবে এই
ভাই -বোনের বন্ধন।
ছোট বেলায় ভাই বোনের দুষ্টামি
আছে কতো ফেলে আসা স্মৃতি,
পড়াবে রাখী কপালে দেবে চন্দন
দেবে ফুল রাশি রাশি।
★ গৌরী পাল ★