Sharing is caring!
সিংহ মামার বিয়ে
——শোভা রাণী বিশ্বাস—–
ফুলকলিরা গাছের ডালে ফিকফিকিয়ে হাসে,
সোনারোদের আলোর ঝিলিক মাঠের সবুজ ঘাসে।
ময়না-টিয়ে জোট বেঁধেছে ঘুঙুর দিয়ে পায়,
শালিক-চড়ুই কিচিরমিচির খুশিরই গান গায়।
হুক্কাহুয়া বলে শিয়াল ডাকে সিংহ মামা,
বললো কুমির,সে যে গেছে আনতে নতুন জামা।
কোরমা- পোলাও রান্না করে বনবিড়ালের মায়,
রান্না শেষে ডাকলো, এবার আয়রে তোরা আয়।
নতুন জামা পরলো গায়ে নতুন জুতো পায়,
হাতি মশাই শুঁড়টা তুলে মিটির মিটির চায়।
সেজেগুঁজে হাজির হলো সিংহ মামার বাড়ি,
বসবে খেতে তাইতো বিড়াল টানতে থাকে হাঁড়ি।
খাওয়া হলো গানও হলো নাচও হলো বেশ,
টাট্টু ঘোড়া নাচলো দারুণ ছড়িয়ে মাথার কেশ।
পাগড়ী পরে বর সেজেছে সিংহ মামার বিয়ে,
শ্বশুরবাড়ি রওনা দিলো বরযাত্রী নিয়ে।