Sharing is caring!
বউ হয়েও দাসী
জলি ফাতেমা রোখসানা
বিধিরে বিধিরে কপালে কি লেখা লিখিলি।
সংসারে কষ্ট দিয়ে মোর কেন কাঁদায়লি।
বাড়ির সবার জ্বালাই পড়ি স্বামী হইছে পর।
ননদ – শ্বাশুড়ির যন্ত্রনায় ছাড়লাম আপন ঘর।
এই দুনিয়ায় কেউ নাই আমার দুঃখের দোসর।
এত পরিশ্রম করেও সবাই দেখে বিষের মত।
বাবা- মাকে হারালাম কাঁদি অবিরত।
মনের জ্বালা দুঃখের জ্বালা করি হায় হায়।
স্বামীর দেখা পাইনা কভু রাতের ঘর ও বারান্দায়।
আমি তুচ্ছ ছিলাম তার কাছে যখন আমার প্রয়োজন।
কষ্ট – ত্যাগ স্বীকার করেও হলাম না তার আপনজন।
বংশে স্নেহের ময়না ছিলাম এখন কাতর শোকে – দুঃখে।
চার পয়সার জিনিস জীবনে দেয়নি আমারে।
কত কষ্ট রোগ উপবাসে কখনো দেখিনি নয়নে।
স্বামীর বেশ রাজার ন্যায় প্রচুর বিত্তশালী।
আমার কোন অধিকার নেই আমি বান্দি দাসী।
কিছুকাল দুঃখ করেও পরে দেখি সতীনের হাসি।
দুঃখের দিনে কেউ ছিল না তখন ছিলাম আমি।
পরকালে খাওয়া পরা সুখ আনন্দ রইল দাবী।