২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

কোরবানির দিনে – রাকিবুল হাসান রাকিব

admin
প্রকাশিত আগস্ট ২, ২০২০
কোরবানির দিনে  –  রাকিবুল হাসান রাকিব

Sharing is caring!

 

কোরবানির দিনে

 

রাকিবুল হাসান রাকিব

 

এ-ই যে নাও টিকেট।
আজ ঈদুল আযহা। বড়ো লোকের গৃহে;
রহিলো দাওয়াত যাবে, তবে দাওয়াত খেতে।
শুনো নাও যারা আছো সবে, শুনো মন দিয়ে।।
গেইটের বাহিরে লাইন ধরে টিকিট নিয়ে।
ডাকিলে নাম ধরে তবে, মাংস দেব ছবি তোলে।।
তারপর কিছু লোক ছবি তোলে মিডিয়ায় ছড়াবে।
বড়ো লোক কতো মহান কিছুলোক প্রসংশা করবে।।
বড়ো লোকের অট্টহাসি গ্রামে-শহরে ছড়িয়ে দিবে।
বাহ্! বাহ্! বাবু মশাই উদার মনের তবে।।
জানতাম আগে, এমন মানুষ পাই নাই ভেবে।
বড়োলোক বাবু মশাই দেখেছি ভেবে।।
কি! শুনি বলো! এখন কি বলবে, বলো তবে;
আপনার মতো এমন মানুষ দেখিনিতো কভু আগে।।
আপনি থাকতে অভাব হবেনা, কোনো ঘরে।
হুম, ভালো বলেছো! ঠিক তবে দেখো ভেবে।।
আমার মতো এমন মানুষ পাবে জগতে?
না, না, আপনার বাড়ির মাংসের স্বাদ দারুণ বটে।।
পড়লে মনে, লালা চলে আসে, মাংসের ঘ্রাণে।
আহ্! কি খেলাম আজ! বাবু মশাইয়ের ঘরে।।