Sharing is caring!
ঈদ_মোবারক
কলমে_গৌরী_পাল
একের পর এক সবার খুশি কেড়ে নিয়েছে।
আজ এই কোরোনা ভাইরাসের দাপটে দেশ জুড়ে মহামারী…….অন্য দিক আমফানের তান্ডবে কতো মানুষ হয়েছে বাড়ি ছাড়া। শুধু হাহাকার চারিদিকে কতো মানুষের আর্তনাদ। ভগবানের কাছে একটাই প্রার্থনা গোটা পৃথিবী আবার সুস্থ হয়ে উঠুক।
ঈদের দিনে নতুন করে সকাল যখন হবে,
মনের মাঝে খুশি জমাট বেঁধে রবে।।
সবাই অপেক্ষায় বসে দেখবে চাঁদের হাসি ,
কাবাব,পায়েস,সিমুই হবে রাশি রাশি।।
ঈদের খুশি সারা বেলা সকাল বিকেল রাতে ,
নতুন জামা কাপড় পড়বে সবাই প্রাতে।।
বাড়ি বাড়ি খুশির জোয়ার খুশি মাঠে ঘাটে
কেনাকাটা শহর গঞ্জে ঈদের খুশি হাটে।।
ছেলে বুড়ো সবার মাঝে বইছে খুশির জোয়ার
ঈদের খুশি ধনী দরিদ্র গরীব দুঃখীর সকলের।।
বছর ঘুরে ঈদের আনন্দ ফিরে এলো আবার,
সিমুই,মিষ্টি, পোলাও আরো কতো খাবার।।
ঝগড়াঝাটি মান অভিমান থাকবে নাকো আজ
সবাই মিলে একসাথে পড়বো যে আজ নামাজ।।
সবাই সবাইকে জড়িয়ে ধরে করবো কোলাকুলি,
হিংসা বিদ্বেষ ক্ষোভ রাগ সবাই যাবে ভুলি।।
গোমরা মুখো আকাশ তবুও খুঁজি ঈদের চাঁদ
মিষ্টি চাঁদের হাসি দেখলে পরে সব ক্লান্তি হবে অবসাদ।।
হে আল্লা দোয়া কর প্রার্থনা করি হে জান্নাত,
পৃথিবীকে সুস্থ কর সব তোমারই রহমত।।
গৌরী পাল……..