Sharing is caring!
টি আই অশ্রু, পটুয়াখালী জেলা প্রতিনিধি:
পটুয়াখালীর গলাচিপায় এক কিশোরীকে গণধর্ষনের কারনে ৫ ধর্ষককে গ্রেফতার করেছে গলাচিপা থানা পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়,গত বুধবার সন্ধায় গজালিয়ার এক কিশোরী গলাচিপা ডাক্তার দেখাতে এসে তার বোনের বাড়ি সোনাখালী যাবার কথা পথিমধ্যে গলাচিপা ফেরিঘাটে অবস্থান করলে তার পূর্ব পরিচিত ১নং আসামি মো. শহিদুলের সাথে দেখা হয়। শহিদুল তাকে বলে তুমি রাত্রে সৈকত বোডিং থাক সকালে যাবে বলে ৭নং রুম বুকিং করে দেয়। রাতে শহিদুল
তার দরজা নককরে রুমের ভিতরে ঢোকে এবং তাকে জোড় পূর্বক ধর্ষণ করে এবং তার সাথে আরও ৪ জনসহ মোট ৫ জন রাত ৮টা থেকে ২টা পর্যন্ত পালাক্রমে ধর্ষণ করে। পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে গলাচিপা থানা পুলিশ রাত্র ২ টার সময় গলাচিপা পুরাতন লঞ্চঘাট এলাকায় সৈকত বোডিং থেকে অভিযু্ক্ত ৫ ধর্ষককে গ্রেফতারসহ ভিকটিমকে উদ্ধার করে। আসামীরা হলেন, ১। মো. শহিদুল সরদার (২৪), ২। মো. বশির গাজী (৩২), ৩। স্বপন সিকদার (৪০), ৪। জীতেন হাওলাদার (৩৫), ৫। খোকন ডাক্তার
(৪৫)।
এব্যাপারে গলাচিপা থানার উপ-পরিদর্শক (তদন্ত) কর্মকর্তা মো. হুমায়ুন কবির বলেন, গলাচিপা থানায় কিশোরী বাদি হয়ে ধর্ষণ মামলা দায়ের করেন। কিশোরীকে মেডিক্যাল পরিক্ষার জন্য পটুয়াখালী জেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করা হয়েছে এবং আসামীদেরকে গলাচিপা উপজেলা সিনিয়র জুডিশিয়াল মেজিষ্ট্রেড আদালতে পাঠানো
হয়েছে বলে জানান।