১৬ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ই রজব, ১৪৪৬ হিজরি

তাহিরপুরে বিদেশি মদসহ ২ মাদক কারবারী আটক

admin
প্রকাশিত জুলাই ৩০, ২০২০
তাহিরপুরে বিদেশি মদসহ ২ মাদক কারবারী আটক

Sharing is caring!

 

তানভীর আহমেদ,তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি:

 

বিদেশি মদের চালান সহ সুনামগঞ্জের তাহিরপুর সীমান্তে দুই মাদক চোরাকাবারীকে আটক করেছেন থানা পুলিশ।

 

বুধবার (২৯ জুলাই) রাতে তাহিরপুর থানার ওসি মো. আতিকুর রহমান এ তথ্য নিশ্চিত করেন। তিনি আরো বলেন, আটককৃতদের বিরুদ্ধে বুধবার থানায় মামলা দায়ের করা হয়েছে।

 

জানা গেছে, থানার এসআই মনিতোষ পাল’র নেতৃত্বে থানা পুলিশের একটি চৌকস টিম ঈদুল আযহাকে সামনে রেখে সীমান্তে মাদক চোরাচালান প্রতিরোধে বিশেষ অভিযানে নামেন।

 

অভিযানে বুধবার (২৯ জুলাই) ভোররাতে উপজেলার উওর বড়দল ইউনিয়নের মাহারাম নদীর তীর হতে মাহারাম আর্দশ গ্রামের মোজাম্মেল হক ও জাহাঙ্গীর আলমকে সন্দেহজনক ভাবে আটক করা হয়।

 

এরপর জনসম্মুখে তাদের দেহ তল্লাশী করে অতিরিক্ত এ্যালকোহলযুক্ত আমদানি নিষিদ্ধ পাঁচ বোতল বিদেশি মদ জব্দ করা হয়।