Sharing is caring!
মুহাম্মদ কাইসার হামিদ, কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি :
কিশোরগঞ্জের কুলিয়ারচরে বিলের জলাশয় থেকে অজ্ঞাত পরিচয়ের বস্ত্রবিহীন এক বৃদ্ধ’র লাশ উদ্ধার করেছে কুলিয়ারচর থানা পুলিশ।
বুধবার (১৭ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার ডুমরাকান্দা-দ্বাড়িয়াকন্দি রাস্তার সালুয়া ইউনিয়নের উত্তর সালুয়া গ্রামের সাবেক চেয়ারম্যান নূর আালী মিয়ার বাড়ির উত্তর পাশে মারাঘ বিলে মফিজ ডিলারের পুত্র সেলিম মিয়ার পাট ক্ষেত থেকে ওই অজ্ঞাত পরিচয়ের বৃদ্ধ’র (৬০) ভাসমান লাশ উদ্ধার করা হয়।
ওই বৃদ্ধ’র মুখমন্ডলে নতুন সেভকরা দাঁড়ি ছিল, লাশের শরীরে কোন আঘাতের চিহৃ ছিলনা। পরনে কোন কাপড় ছিলনা। তবে লাশটির প্রায় একশ ফিট পশ্চিমে সরকার বাড়ি ও ঘলাবাড়ির যোগাযোগ রাস্তায় একটি শার্ট ও একটি লুঙ্গি পাওয়া যাওয়ায় ওই বৃদ্ধ’র মৃত্যুর কারণ নিয়ে জনমনে রহস্যের দেখা দিয়েছে।
পুলিশ লাশের সুরতহাল লিপিবদ্ধ শেষে মরদেহ থানায় নিয়ে যায়।
এ ব্যাপরে কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হাই তালুকদার জানান, সকালে উপজেলার সালুয়া ইউনিয়নের উত্তর সালুয়া মারঘার বিলে ভাসমান লাশ দেখতে পেয়ে স্থানীয়রা থানায় খবর দিলে ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করা হয়। তিনি আরো বলেন, লাশের পরিচয় জানতে পুলিশ কাজ করছেন।
এ রিপোর্ট লেখা পর্যন্ত লাশের কোনো পরিচয় পাওয়া যায়নি।