Sharing is caring!
স্বপ্নের ঘর
স ম জিয়াউর রহমান
তোমার কষ্টগুলো আমাকে দাও
আমি বহন করি,
স্বপ্নের ডানা মেলে সামনে যাও
সঙ্গীর হাত ধরি।
তুমি একা নও ওগো সখা
ছায়ার মতো আছি,
ভেবোনা ভয় হবে দেখা
প্রাণত প্রভূকে যাচি।
সামনে তুমি এগিয়ে যাও
ভয় করোনা পথে,
পথ পিছলে পড়তে পারো
হাঁটো তব রথে।
একা হাঁটতে তোমার জানি
ভয় লাগতে পারে,
তাই তো আমি পিছু পিছু
আছি ছায়া দ্বারে।
যতদূরই হোক এগিয়ে যাও
স্বপ্ন দেখার তবে,
একদিন পথ শেষ হবেই
ফিরবে স্বপ্নের ঘরে।