২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

ঝিনাইদহে গাঁজাসহ আটক – ১, ভ্রাম্যমান আদালতে কারাদণ্ড

admin
প্রকাশিত জুলাই ২৮, ২০২০
ঝিনাইদহে গাঁজাসহ আটক – ১, ভ্রাম্যমান আদালতে কারাদণ্ড

Sharing is caring!

 

সুলতান আল একরাম,ঝিনাইদহ জেলা প্রতিনিধিঃ

ঝিনাইদহ পৌর এলাকার কাঞ্চনপুর উত্তরপাড়া তুহিন মোড় থেকে মাদকদ্রব্য গাঁজাসহ মইফুল ইসলাম (৩০) নামে একজনকে আটক করেছে থানা পুলিশ।

 

আটককৃত মইফুল ইসলাম ঝিনাইদহ জেলার মহারাজপুর ইউনিয়নের পরমানন্দপুর গ্রামের মৃত আনোয়ার হোসেনের ছেলে।মঙ্গলবার (২৮ জুলাই) রাত সাড়ে নয়টার দিকে তাকে আটক করা হয়।

 

ঝিনাইদহ সদর থানার ওসি মিজানুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সে জানতে পারে কাঞ্চনপুর উত্তর পাড়া তুহিন মোড়ে একজন মাদকদ্রব্য গাঁজা সেবনের উদ্দেশ্যে নিজ হেফাজতে রেখেছেন। ঘটনার সত্যতা যাচাইয়ের জন্য এসআই আব্দুল হককে সেখানে অভিযানে পাঠান।

 

সেসময় আব্দুল হক সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে মইফুল ইসলাম নামে একজনের দেহ তল্লাশি করে এক’শ গ্রাম গাজা পেয়ে তাকে আটক করে।

 

পরে ওসি মিজানুর রহমান ঘটনার সত্যতা পেয়ে ভ্রাম্যমান আদালতের ব্যবস্থা করে ঘটনাস্থলে পৌঁছে।এসময় ভ্রাম্যমান আদালতের সামনে অপরাধী মইফুল ইসলাম দীর্ঘ চার বছর যাবত গাঁজা সেবনের সত্যতা স্বীকার করায় তাকে ৬ মাসের কারাদণ্ড ও ১০০ শত টাকা জরিমানা অনাদায়ে আরও ৭ দিনের কারাদণ্ড প্রদান করেন।

 

ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন, ঝিনাইদহ জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ জিন্নাতুল ইসলাম।