১৬ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ই রজব, ১৪৪৬ হিজরি

ভোলায় ২০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

admin
প্রকাশিত জুলাই ২৮, ২০২০
ভোলায় ২০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

Sharing is caring!

 

টিপু সুলতান, ভোলা জেলা প্রতিনিধিঃ-

ভোলা জেলার পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সারের নির্দেশে গোপন সংবাদের ভিওিতে ইলিশা ফাঁড়ির ইনচার্জ শ্রী রতন কুমার শীলের নেতৃত্বে মাদক বিরোধী অভিযানে মাহাবুব তালুকদার (৩১) নামে এক মাদক ব্যবসায়ী কে ২শ পিস ইয়াবাসহ আটক করেছে পুলিশ।

 

মঙ্গলবার (২৮ জুলাই) সকালে ইলিশা ফেরিঘাট থেকে এ এসআই মাইনুল ইসলামসহ সর্গীয় ফোর্স তাকে আটক করেন।

 

আটকৃত মাদক ব্যবসায়ী পিরোজপুর জেলার ভান্ডারিয়া উপজেলার গৌরিপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের মান্নান তালুকদার এর ছেলে।

 

এদিকে গত এক সপ্তাহে ইলিশা ফাঁড়ি ইনচার্জ শ্রী রতন শীলের নেতৃত্বে ইলিশার মাদকের ব্যবসায়ী সিরাজ, বিপুল পরিমাণ ইয়াবা, গাঁজা ফেন্সিডিলসহ জুুয়ারীদের আটক করেছেন।

 

ইলিশার রফিক মাষ্টার বলেন শ্রী রতন শীল যোগদানের পর যে ভাবে মাদক জুয়ারী দমনে কাজ করে যাচ্ছেন এই ভাবে প্রতিটি পুলিশ অফিসার কাজ করলে এই সমাজ মাদকমুক্ত হইতে বেশিদিন সময় লাগবে না।

 

ইলিশা ফাঁড়ির ইনচার্জ শ্রী রতন কুমার শীল বলেন, আমাদের পুলিশের উদ্ধোর্তন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযারী আমরা কাজ করছি।